ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে তালার গুরুতর আহত নিছার সরদার অবশেষে মারা গেছে
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সাতক্ষীরা তালায় গাছ পড়ে গুরুতর আহত নিছার সরদার (৫৫) অবশেষে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন। সোমবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি তালা উপজেলার মাহন্দী গ্রামের কানাই সরদারের ছেলে।
তার স্বজনরা জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে রবিবার ভোর রাতে নিছার সরদারের বসত ঘরের উপর একটি মেহগনি গাছ উপড়ে পড়ে। এসময় নিছার সরদার ঘরে ঘুমিয়ে ছিলেন। গাছের ডালে তার বুকে মারাত্মক আঘাত লাগে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। এরপর সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। রাতেই জনাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক সাতক্ষীরা ডেস্ক/পিএম/
Please follow and like us: