কালিগঞ্জে পবিত্র ঈদের মিলাদুন্নবী পালিত
কালিগঞ্জে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কালিগঞ্জ শাখার উদ্যোগে ১২ই রবিউল আওয়াল শরীফ জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্্যাপন উপলক্ষ্যে ধর্মীয় আনন্দ র্যালী, আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাঙ্গন থেকে জসনে জুলুস এক বিশাল আনন্দ র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বিশ্বসাম্য ও মানবতার বার্তাবাহী শেষ নবী হযরত মোহাম্মাদ (সাঃ) রবিউল আওয়াল মাসের একই দিনে জন্মগ্রহন ও মৃত্যু বরণ করেন।
এই দিনটি মহানবী হযরত মোহাম্মাদ (সাঃ) এঁর জন্ম ও ওফাত দিবস হিসাবে পালন করা হয়। বিশ্বের মুসলিম সম্প্রদয় সহ শান্তিগামী প্রত্যেক মানুষের কাছে তাই দিনটি অত্যান্ত তাৎপর্যপূন। উপজেলা পরিষদ ময়দানে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নুরুল ইসলাম বিশ্বাস, আলেচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌলাভী মনিরুল ইসলাম, হাফেজ আব্দুল সাত্তার, মাওলানা নাছিরুল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন এলাকার হাজার হাজার ধর্মপ্রান মুসুল্লীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং দোয়া মোনাজাত করেন নলতা শাহী জামে মসজিদের ঈমাম ও কালিগঞ্জ থানা মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি।