স্যামসাং স্মার্ট টিভিতে বন্ধ হচ্ছে নেটফ্লিক্স!
জনপ্রিয় হয়ে উঠছে নেটফ্লিক্স। এখন ওয়েব সিরিজগুলোর জনপ্রিয়তা টিভির ধারাবাহিককেও পিছনে ফেলে দিচ্ছে। তবে ডিসেম্বর থেকে স্যামসাং স্মার্ট টিভিতে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মটি বন্ধ হয়ে যাবে।
টেকনিক্যাল কারণে স্যামসাং স্মার্ট টিভি এবং স্ট্রিমিং মিডিয়া প্লেয়ার-এ বন্ধ হয়ে যাবে নেটফ্লিক্স। এই তালিকায় রয়েছে ২০১০-২০১১ সালে বাজারে আসা সামস্যাং স্মার্ট টিভি। এছাড়া রকু মিডিয়া প্লেয়ারও চলবে না নেটফ্লিক্স।
এতে ভয় পাওয়ার কিছু নেই। স্যামসাং স্মার্ট টিভি ছাড়া অন্য ডিভাইস গুলো আগের মতই নেটফ্লিক্স চালানো যাবে।
রকু মিডিয়া প্লেয়ারের মধ্যে Roku 2000C, Roku 2050X, Roku 2100X, Roku HD, Roku SD, Roku XD আর Roku XR-এতে বন্ধ হয়ে যাবে নেটফ্লিক্স।
Please follow and like us: