ঘূর্ণিঝড় “বুলবুল” মোকাবেলায় তালা উপজেলা প্রশাসনের সব ধরনের প্রস্তুতি গ্রহন
প্রচন্ড শক্তিধর ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাতক্ষীরা জেলাসহ অদূরবর্তী দ্বীপও নদীর চর এলাকাগুলো ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ খবরে জানানো হয়েছে।
ঘুর্ণিঝড় বুলবুল মোকাবেলায় তালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র সেই সাথে প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্য ও গনসচেতনতার জন্য চলছে মাইকিং প্রচার প্রচারনা । পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাতিল করা হয়েছে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি।
শনিবার সকালে তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান কাছে জানতে চাইলে তিনি জানান, ‘বুলবুলে’র সম্ভাব্য আঘাত মোকাবেলায় প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এছাড়া
তালা উপজেলা নির্বাহী আফিসার ইকবাল হোসেন সকাল অক্লান্ত পরিশ্রম করে সকল কেন্দ্রগুলি পরিদর্শন করে জনসচেতনতা বৃদ্ধি করছেন। এছাড়া দূর্যোগ মোকাবেলার জন্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মাধ্যমে স্ব স্ব এলাকায় মাইকিং করে জনগনকে নিরাপদে থাকতে বলা হয়েছে।
তিনি আরও জানান, এরই মধ্যে ১০২ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশাকরি আমরা সাহসিকতার সহিত দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব।