চার দিনের সন্তান বিক্রি করে চাল-ডাল কিনলেন বাবা-মা
সন্তান স্বাভাবিকভাবেই বাবা-মার কাছে অমূল্য সম্পদ। যেকোনো মূল্যে তাকে লালন পালন করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তারা অনেক কিছুই বিসর্জন দেয়। তবে অনেক ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটে।
এবার চার দিনের সন্তানকে ১০ হাজার টাকায় বিক্রি করে চাল-ডাল কিনেছেন বাবা-মা। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের নারায়ণপুরের আদিবাসী পাড়ায় এ ঘটনা ঘটেছে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, ওই পাড়ার বাসিন্দা সোম মুর্মু ও মেনকা মুর্মু তাদের চারদিনের ছেলে সন্তানকে ১০ হাজার টাকার বিনিময়ে এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। মুর্মু দম্পতির আরো তিনসন্তান আছে। বড় মেয়ের বয়স ৯ বছর।
এদিকে এ ঘটনার কথা জানতে পেরেই মুর্মুদের বাড়িতে যান কাটোয়ার মহকুমা শাসক সৌমেন পাল। সে সময় ওই বাবা-মা নিজের সন্তানকে ১০ হাজারে বিক্রির কথা স্বীকারও করে নিয়েছেন।
এ ঘটনায় বাবা সোম মুর্মু বলেন, আমার ক্ষমতা নেই ছেলেকে ভালোভাবে মানুষ করার। ওর ভালো ভবিষ্যতের জন্যই বেচে দিয়েছি।
সন্তান বিক্রির টাকা দিয়ে কী করেছেন -জানতে চাইলে মা মেনকা মুর্মু বলেন, ওই টাকায় অন্য ছেলের চিকিৎসা করিয়েছি। বাসায় চাল, ডাল ছিলো না। সেগুলো কিনেছি।