ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাতক্ষীরায় বৃষ্টি: আকাশ মেঘাচ্ছন্ন
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল খুলনা বিভাগের উপকূলে আঘাত হানবে কি-না সেটি এখনো নিশ্চিত নয়, তবে এর প্রভাবে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, ঘূর্ণিঝড় বুলবুল আদৌ আমাদের উপকূলীয় এলাকায় আঘাত হানবে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আগামীকাল শনিবার ঘূর্ণিঝড়টি আঘাতহানার সম্ভাবনাকেও আমরা উড়িয়ে দিচ্ছি না। সেজন্য উপকূলীয় এলাকায় ৪ নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে।
তিনি আরও জানান, আজ বিকেলের পর নিশ্চিত হওয়া যাবে ঘূর্ণিঝড়টি এ অঞ্চলে আঘাত হানবে কি-না। সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনির উপকূলীয় এলাকার মানুষদের সর্তক থাকতে বলা হয়েছে।
Please follow and like us: