সাতক্ষীরায় র্যাবের অভিযানে অবৈধ পলিথিন ব্যাগ উদ্ধার আটক ৩
সাতক্ষীরায় হানিফ পরিবহন অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ সহ তিন জনকে আটক করছে র্যাব। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার সুতিকাটা গ্রামের নেকবার আলীর ছেলে ড্রাইভার হামেদ আলী (৫০),যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট এলাকার মৃত ফকির আহমেদের ছেলে সুপারভাইজার আবুল কালাম (৩৫) ও একই উপজেলার পাজিয়া গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে কনট্রাক্টর হাফিজুর ইসলাম (৫০)।
সাতক্ষীরা র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার শাহিনুর ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতি বার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিল বাজার এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে তিনি অভিযান পরিচালনা করেন। এসময় ঢাকা মেট্রো -গ-২৯৬৭ হানিফ পরিবহন থেকে ২শ কেজি পলিথিনসহ তাদেরকে আটক করে। নিষিদ্ধ ঘোষিত পলিথিন বহন করার অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা সুপারভাইজার আবুল কালামকে ১৫ দিনের কারদন্ড প্রদান করেন।