ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতিতে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি এ্যাডঃ আবুল হোসেনের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বি.এন.পির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পি.পি এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলী।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাধারন সম্পাদক এ্যাডঃ সোমনাথ ব্যানাজী, জেলা বি.এন.পির সাবেক উপদেষ্টা এ্যাডঃ সরদার আমজাদ হোসেন, এ্যাডঃ শহিদুল্লাহ, এ্যাডঃ এ, বি, এম, সেলিম, এ্যাডঃ সৈয়দ রেজওয়ান আলী, এ্যাডঃ মোস্তফা জামান , এ্যাডঃ আকবর আলী , এড. নুরুল আমিন, এ্যাডঃ অসিম মন্ডল , এ্যাডঃ সরদার সাইফ , এ্যাডঃ বাপ্পি , এ্যাডঃ সোহরাব হোসাইন, এড. আকরাম হোসেন, এড. জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় বি.এন. পির চেয়ারপার্সন দেশনেএী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।
একই অনুষ্ঠানে গণফোরাম সাতক্ষীরা জেলা শাখার সাবেক আইন বিষয়ক সম্পাদক জজ কোর্টের আইনজীবী আ.ক.ম. সামছুদ্দোহা খোকন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আদর্শে অনুপ্রানিত হয়ে ফুলের তোড়া দিয়ে যোগদান করেন। ##