পাটকেলঘাটায় ইউপি চেয়ারম্যানের হাতে নারী নেত্রী লাঞ্ছিত- জেলা প্রশাসন বরাবর অভিযোগ
পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের কাছে স্বামীর আয়-ব্যায়ের প্রত্যয়ন চাওয়ায় এক নারী নেত্রীর সাথে লাঞ্ছনার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার। ভুক্ত-ভুগি ঐ নারী তাফরিয়া বেগম (৩৫) থানার কাশিপুর গ্রামের আবু দাউতের স্ত্রী। তাফরিয়া বেগম জানান,আমি বর্তমানে তালা উপজেলা মহিলা নির্মাণ শ্রমিকলীগের সভাপতি গত ৪/১১/২০১৯ তারিখে ইউপি চেয়ারম্যানের কাছে আমার ছেলের ঝিনাইদহ জেলার ক্যাডেট স্কুলে ভর্তির জন্য স্বামীর আয় -ব্যায়ের একটি প্রত্যায়ন আনতে যাই। কিন্তু ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান আমাকে দিতে অস্বীকার করে বলেন যা তোর স্বামী বড় নেতা হয়েছে তাকে ডেকে নিয়ে আয় ।
আমি কারণ জানতে চাইলে তিনি আমাকে তার দফাদারের সহযোগিতায় সেখান থেকে জোর করে বের করে দেয় ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। উক্ত ঘটনার সাথে সাথে আমি আমার স্বামী ও দলীয় নেতৃবৃন্দর সাথে পরামর্শ করে ৬/১১/২০১৯তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসক বরারব একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছি । জেলা প্রশাসক তালা উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন। এই ঘটনার পর থেকে চেয়ারম্যান ও তার লোকজন আমাদেরকে মারধোর করার হুমকি দিচ্ছে এমন অবস্থায় আমিও পরিবার এখন চরম নিরাপত্তা-হীনতায় ভুগিতেছি এবং আমার সাথে যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু বিচারের দাবী জানাচ্ছি ।
বিষয়টি নিয়ে সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান , দাউদ ও তাফরিয়া আওয়মীলীগে অনুপ্রবেশকারী তারা নতুন দলে ঢুকে বিভিন্ন রকম অপকর্ম করে বেড়াচ্ছে। গত ৪/১১/২০১৯তারিখে যে লাঞ্ছনার ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। তারা আমার মানসম্মান নষ্ট করার জন্য বিভিন্ন যায়গায় নানা রকম কথা বলে বেড়াচ্ছে । আমি এর আগেও দুই দুই বার তাকে প্রত্যায়ন দিয়েছি তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে।
এমন অবস্থায় ইমারত শ্রমিকলীগের সংগঠনটি এই ঘটনার সাথে জড়িত চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্থি কামনা করেছে।