দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে মারপিট
দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল হোসেন সরদার (৬৫) নামের এক বৃদ্ধকে মারপিট করেছে প্রতিপক্ষরা। মারপিটে আহত বৃদ্ধ আবুল হোসেন উপজেলার কুলিয়া ইউনিয়নের খাসখামার গ্রামের মৃত ইমান আলী সরদারের পুত্র। বর্তমানে তিনি সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার দুপুর ৩টার দিকে খাসখামার গ্রামে তাকে মারপিটের ঘটনাটি ঘটে।
আহতের ছেলে হাফিজুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত ধানচাষের ১৫ শতক জমি নিয়ে খাসখামার গ্রামের মৃত মোজাফফর গাজীর পরিবারের সাথে বিরোধ চলে আসছিলো। ইতোপূর্বে ওই জমিটি অবৈধভাবে কয়েকবার দখলের চেষ্টা করে মোজাফফরের পরিবার। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে মোজাফফর গাজীর ছেলে তুষার বাবু, স্ত্রী জান্নাতুন নেছা, একই গ্রামের ইব্রাহিম গাজীর ছেলে নাজমুল সহ কয়েক জন লাঠিশোঠা দিয়ে বৃদ্ধ আবুল হোসেনকে মারপিট শুরু করে। একপর্যায়ে স্থানীয়রা আহত অবস্থায় বৃদ্ধ আবুল হোসেনকে উদ্ধার পরবর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এব্যাপারে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের পরিবারের সদস্যরা জানিয়েছে।