কেশবপুরের আলতাপোল গ্রামে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি,এলাকাবাসীর উদ্যোগে গণসচেতনতা
যশোরের কেশবপুরের আলতাপোল গ্রামে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ১ মাসে ৩ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গনসচেতনতামুলক কার্যক্রম শুরু হয়েছে। জানাগেছে, উপজেলার আলতাপোল গ্রামে মঙ্গলবার আরধনের স্ত্রী সবিতা রানী (৪০) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যায়। এছাড়া সম্প্রতি আলতাপোল গ্রামের অস্টমী রানী সেন ও ফজিলার মৃত্যু হয়।
বর্তমানে সনাতন সেন, মিরা সেন, তৃপ্তি সেন, মিলন, সুভ সাধু, মিলন সাধু, টুম্পা, গোপাল সেন-সহ ২০/২৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। গ্রামটিতে ডেঙ্গু আতংক বিরাজ করছে।
এদিকে বুধবার এলাকাবাসীর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে গনসচেতনতামুলক কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌতম রায়ের নেতৃত্বে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ইব্রাহীম হোসেন বাবু, সাদেক হোসেন, রবিউল ইসলাম, মিনার, আব্দুল গফুর, হাফিজুর রহমান, রাশেদ, সাজ্জাত, ফারুক, খায়রুজ্জামান, গফ্ফার, ইলিয়াস, ফারুক মোড়ল, ইয়াসিন, রফিকুল, আব্দুল হক, আসাদ, ইব্রাহীম, ইউসুফ, সাত্তার, মঞ্জুরুল, মাসুম, রহমান ও ডালিম হোসেনের নেতৃত্বে এলাকাবাসী আলতাপোল গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে গনসচেতনতামুলক কার্যক্রম শুরু করেছে। বিষ্ণু সাধু, কালীপদ, মুকুন্দ হাজরার বাড়ি সহ অনেক বাড়িতে এডিস মশার বংশ বৃদ্ধির পরিবেশ পাওয়া গেছে।