আশাশুনিতে ২০২০ সালের নতুন বই শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ
আশাশুনি উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদরাসা সমূহের জন্য ২০২০ সালের নতুন পাঠ্য পুস্তক উপজেলা শিক্ষা অফিস হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ শুরু হয়েছে। সরকার তথা শিক্ষা মন্ত্রণালয় বছরের শুরুতে (১ জানুয়ারি) শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দিতে সকল কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১ জানুয়ারি আসতে প্রায় ২ মাস বাকী থাকতেই নতুন বই শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হচ্ছে।
উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় নতুন বই পৌঁছে দিতে শিক্ষকদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। উপজেলার ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৯ হাজার ২৪৫ জন ছাত্রছাত্রী এবং মাদরাসায় ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৬৪৯ ও দাখিল পর্যায়ে (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি) ৭ হাজার ৬০২ জন শিক্ষার্থী রয়েছে।
এদের মধ্যে স্কুল পর্যায়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির সকল বই এসে গেছে। ৬ষ্ঠ শ্রেণির ৮৪ হাজার ১০০ এবং ৭ম শ্রেণির ৭৭ হাজার ১০০ বই এসেছে। ৮ম শ্রেণির ৭৪ হাজার ৩০০ এর মধ্যে ৪২ হাজার ৫০০ বই এসেছে, বাকী রয়েছে ৩১ হাজার ৮০০ বই। ৯ম শ্রেণির ৮৬ হাজার ২০০ বইয়ের মধ্যে এসেছে ৭৩ হাজার ৭০০ বই। বাকী রয়েছে ১২ হাজার ৫০০ বই। মাদরাসায় ইবতেদায়ীর সকল বই এসে গেছে।
যার মধ্যে ১ম শ্রেণিতে ৯৬০০, ২য় শ্রেণিতে ৯৬০০, ৩য় শ্রেণিতে ১২৮০০, ৪র্থ শ্রেণিতে ১২৮০০ ও ৫ম শ্রেণীতে ১৩৬০০ বই এসেছে। দাখিল পর্যায়ে ৬ষ্ঠ শ্রেণিতে ৩০৮০০ মধ্যে ১১০০০, ৭ম শ্রেণিতে ২৮০০০ এর সবগুলো, ৮ম শ্রেণিতে ২৮০০০ এর সবগুলো ও ৯ম শ্রেণিতে ২৬১০০ এর মধ্যে ২৪২০০ বই এসেছে। বাকী থাকা সামান্য বইগুলো খুব শীঘ্রই আশাশুনিতে পৌছবে বলে উপজেলা শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ জানান। এসে যাওয়া সমস্ত বই স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করা হচ্ছে।