দেবহাটায় জমিজমা সংক্রান্ত বিরোধে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ, অভিযোগ দায়ের
দেবহাটার সখিপুরে জমিজমা সংক্রান্ত চলমান বিরোধের জের ধরে এক পরিবারের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার উত্তর সখিপুর পিলেরমাঠ এলাকার ওই মৎস্য ঘেরটিতে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। মৎস্য ঘেরটির মালিক মাঝ সখিপুর গ্রামের মাদার গাজীর পুত্র আমজাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি সহ তার দুই ভাই আলতাফ হোসেন ও আবুল কালাম একসাথে উত্তর সখিপুর পিলেরমাঠ এলাকায় পৈত্তিক সূত্রে প্রাপ্ত এবং তাদের চাচা বাবুরালী গাজীর থেকে ক্রয়কৃত এক একর চার শতক জমিটিতে মৎস্য ঘের করে আসছিলেন।
কিন্তু তার চাচা বাবুরালী গাজীর থেকে ক্রয়কৃত ওই ঘেরের কিছু জমি নিয়ে চাচা ও চাচাতো ভাইদের সাথে বিরোধ চলে আসছে। এমনকি বিষয়টি নিয়ে আদালতে মামলা করা হলে সম্প্রতি আদালত তাদের পক্ষে রায় দিয়েছে । আদালতের রায় দেয়ার পর থেকে তাদের ওপর তার চাচা বাবুরালী গাজী ও চাচাতো ভাইয়েরা ক্ষুদ্ধ হয়ে ওঠে। মূলত ওই মৎস্য ঘেরটি নিয়ে বেশ কিছুদিন যাবত তাদের সাথে চাচা ও চাচাতো ভাইদের চলমান বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে।
মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাদের মৎস্য ঘেরটিতে বিষ প্রয়োগ করে। এতে মৎস্য ঘেরটিতে থাকা আনুমানিক লক্ষাধিক টাকা মূল্যের বাগদা ও গলদা চিংড়ী সহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। এঘটনায় দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান ঘের মালিক আমজাদ হোসেন।