আলিয়া মাদ্রাসা কেন্দ্রে নজিরবিহীন পরীক্ষা অনুষ্ঠিত: ৪র্থ দিনে অনুপস্থিত ৫৭ জন
সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ৪র্থ দিনে অনুপস্থিত ৫৭ জন। আজ আরবি প্রথম পত্রের পরীক্ষায় ৬২৪ জন শিক্ষার্থীর মধ্যে অংশ গ্রহণ করে ৫৬৭ জন শিক্ষার্থী। পরীক্ষা চলছে নজীর বিহীন ভাবে। কক্ষ পরিদর্শক শিক্ষকদের কঠোর নজর দারিতে রাখা হয়েছে।
শিক্ষার্থীদের কেন্দ্র প্রবেশে তল্লাশি করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের চারি দিকে ১৪৪ ধারা কার্যকর রয়েছে। পুলিশের নজর দারিও রয়েছে চোখে পড়ার মত। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব-রত কর্মকর্তা মো: ইসরাফিল হোসেন কক্ষ পরিদর্শনের পাশাপাশি মাদ্রাসা মাঠে চেয়ার পেতে বসে থাকছেন। যাতে সকল কক্ষসমূহ চোখে চোখে রাখা যায়। কক্ষ পরিদর্শক শিক্ষকরা এক কক্ষ থেকে অন্য কক্ষে যাতে চলাচল করতে না পারে তার জন্য কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে এমন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অভিভাবকরা অনেকে সন্তুষ্ট প্রকাশ করেছে।
অভিভাবকরা বলছে, এমন সুষ্ঠ ও সুন্দর পরীক্ষা হলে পরীক্ষা হলে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে আসবে। অভিভাবকের দাবী জেলার অন্যান্য কেন্দ্রেও যেন এমন পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব-রত কর্মকর্তা মো: ইসরাফিল হোসেন জানান,বিধি মেনেই পরীক্ষা নেয়া হচ্ছে। অনিয়ম করলেই ব্যবস্থা নেয়া হবে।