তালায় মুক্তিফাউন্ডেশনের আয়োজনে উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
তালায় সোমবার(০৪ নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে হতদরিদ্র মানুষের ক্ষমতায়নের মাধ্যমে সম্পদে প্রবেশিকার ও জীবন জীবিকার উন্নয়ন এর কার্যক্রম হিসেবে মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মুক্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে, সার্বিক ব্যবস্থপনায় ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায়, ইউকেএইড এর অর্থায়নে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ী।
মুক্তি ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী কর্মকর্তা জোসেফ মন্ডলের সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, তালা থানার ওসি (তদন্ত) শেখ সেকেন্দার আলী, প্রানি সম্পদ কর্মকর্তা সনজয় বিশ্বাস, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, তালা সদর প্রেসক্লাবের সভাপতি আব্দুল জব্বার সরদার, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুল ইসলাম,তালা সদর প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ আকবর হোসেন, তালা রির্পোটাসক্লাবের সেক্রেটারী বিএম জুলফিকার রহমান, তালা প্রেসক্লাবের সহ-সম্পাদক বাপ্পি মজুমদার, খলিশখালী নায়েব, মুক্তি ফাউন্ডেশনের একাউন্ড অফিসার উত্তম কুমার ঘোষ, ৩ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিনিধিসহ সুশিল সমাজের গন্যমান্যব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।
মুক্তি ফাউন্ডেশন ১৯৯৬ সালে প্রতিষ্ঠা লাভ করে। প্রকল্পের নির্বাহী পরিচালক গোবিন্দ ঘোষের সততা নিষ্টায় মুক্তি ফাউন্ডেশন তার কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে। উক্ত এডভোকেসি সভায় ভুমিহীনদের খাস জমি প্রাপ্যতা সাপেক্ষে এবং শিশু অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিধবা, তালাকপ্রাপ্তা মহিলা, এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের অধিকার পাওয়া সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম ভিডিও প্রকেক্টের মাধ্যমে দেখানো হয়।