মুন্সিগঞ্জ মৌখালীতে নদীর চরে পরিত্যক্ত অবস্থায় বিষ দিয়ে মাছরা ধরার জাল পুড়িয়ে বিনষ্ট
মুন্সিগঞ্জ ইউনিয়নের মৌখালীতে নদীর চরে শনিবার দুপুর একটার সময় পরিত্যক্ত অবস্থায় বিষ দিয়ে মাছ ধরা অবৈধ কল জল দেখতে পায় স্থানীয় মহিলা ইউপি সদস্য । পরে বিষয়টি স্থানীয় বন বিভাগের কদমতলা স্টেশন কর্মকর্তা নুরুল আলমকে জানালে রবিবার সকাল দশটায় মৌখালী মোড়ে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিষ দিয়ে মাছ ধরা অবৈধ জাল পড়িয়ে বিনষ্ট করা হয়।
ইতিপূর্বে সুন্দরবনের বিষ দিয়ে মাছ ধরা নিয়ে সাময়িকভাবে জেলেদের পাস বন্ধ করে দেয় বন বিভাগ কিন্তু জেলেরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও পুনরায় পাস পারমিটের জন্য বিভিন্ন আন্দোলন শুরু করে। যার কারণে পরবর্তীতে জেলেদের বনে প্রবেশের অনুমতি দেয় বন বিভাগ। সুন্দরবনের অধিকাংশ জেলেরা বিষ দিয়ে মাছ ধরা বন্ধ দিলেও মুন্সিগঞ্জ মৌখালীতে কিছু সংখ্যক জেলেরা বন বিভাগের চোখকে ফাঁকি দিয়ে বিষ দিয়ে মাছ ধরছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, মৌখালীতে কয়েকজন জেলে বিষ দিয়ে মাছ ধরার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। বনবিভাগ আমাদেরকে পাশ দিতে চায়না।বনবিভাগের স্টেশন কর্মকর্তা নুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, যারা বিষ দিয়ে মাছ ধরে তাদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ বিষ দিয়ে মাছ ধরা জেলেদের ধরতে পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিষ প্রয়োগকারীদের চিহ্নিত করে সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।