বুড়িগোয়ালিনীতে শুরু হয়েছে ডলফিন মেলা
শ্যামনগরের সুন্দরবন ঘেঁষা বুড়িগোয়ালিনীতে শুরু হয়েছে ডলফিন মেলা। ইরাবতী ডলফিন ও শুশুক বিপন্ন প্রায় ডলফিন সংরক্ষণে আজ ৩ নভেম্বর সকাল দশটায় শুরু হয়েছে বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ডলফিন সংরক্ষণে শুরু হওয়া এই মেলায় বিশেষ আকর্ষণ ডলফিন আকৃতির নৌকা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, মেলায় বিভিন্ন স্টলে সুন্দরবনের চিত্র দেখানো হচ্ছে।
বাংলাদেশ আই ইউ সি এন-এর আয়োজনে বন বিভাগ ও ইউএনডিপির অর্থায়নে ইতিমধ্যে খুলনার মংলা, সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও পানখালিতে অংশ বিশেষ বিভিন্ন স্থানে পুতুল নাচ এবং আলোকচিত্র প্রদর্শনী করা হচ্ছে। শিশুদের মাধ্যমে ডলফিন সংরক্ষণ বিভিন্ন তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন আইইউসিএন এর প্রতিনিধি রাকিবুল আমিন। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন পশ্চিম বনবিভাগ বুড়িগোয়াালিনী স্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান সহ বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্ট বাস্তবায়নে বিদ্যালয় ছাত্র ছাত্রী বৃন্দ।