খাজরায় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ইনস্যুরেন্স কোম্পানি উধাও
আশাশুনির খাজরা ইউনিয়নে ১নং ওয়ার্ডের খাজরা গ্রামে ভবিষ্যৎ সঞ্চয়,একক ও ক্ষুদ্র বীমার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সেফ ইসলামিক গ্রুপ নামে একটি বীমা কোম্পানির কর্মকর্তারা। কোম্পানির অধিক মুনাফার ফাঁদে পড়ে সর্বস্বান্ত হয়েছেন এলাকার হত-দরিদ্র মানুষ। সেফ ইসলামী গ্রুপ লিমিটেডের প্রধান কর্য্যালয় খান টাওয়ার(৬ষ্ঠ তলা) এ-৫০ কেডিএ মজিদ সরণী শিববাড়ি মোড়,খুলনা তালাবন্ধ আছে বলে জানা যায়।
সেফ ইসলামিক গ্রুপে খাজরা ১নং ওয়ার্ডে কর্মরত আজিজ গাজীর পুত্র হাফেজ মিজানুর রহমান, খোকন গাজীর পুত্র শফিকুল ইসলাম,হাফেজ রবিউল ইসলাম,আব্দুল্লাহ এ বিষয়ে কিছুই জানেন না বলে দায় এড়িয়ে গেছেন। হাফেজ মিজানুর রহমান বলেন আমাদের কর্মকর্তারা কিছু দিন আগে দেশের বাইরে যায়। তারপর থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারছি না। তারা বেচে আছে না মরে গেছে আমরা কিছুই জানিনা।
এদিকে খাজরা বাজারের ফার্নিচার মিস্ত্রি পিন্টু গাজী ২লক্ষ,মনিরুল ইসলাম ১লক্ষ,মইনুর ইসলাম ৩ লক্ষ,আসাদুল ইসলাম বিশ হাজারসহ প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে অর্ধ কোটি টাকা ইউনিয়ন থেকে বীমা কোম্পানি হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।