শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালন
‘‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে পালন করা হলও ৪৮ তম জাতীয় সমবায় দিবস ২০১৯। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে আজ সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালী উপজেলা প্রশাসন চত্ত্বর থেকে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এস, এম আতাউল হক দোলন প্রধান অতিথি হিসেবে র্যালীর নেতৃত্ব দেন।
র্যালী শেষে সকাল সাড়ে ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি এস,এম আতাউল হক দোলন দিবসটির তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর দূরদর্শিতায় পল্লীর বিশেষ জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন লক্ষ্যের সমবায় সমিতি গঠনের মাধ্যমে উন্নয়ন তরান্নিত করার সম্ভাব হয়েছে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, থানা অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল ও বে-সরকারী প্রতিষ্ঠান নকশী কাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ।