বাবা-ছেলে মিলে দুই যুবতীকে ১০ বছর ধর্ষণ!
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ায় বাবা ও ছেলে মিলে দুই যুবতীকে ১০ বছর ধর্ষণ করেছে। বর্তমানে বাবা-ছেলে বিচারের অপেক্ষায় রয়েছেন।
জানা গেছে, অভিযুক্ত বাবার নাম ফ্রাঁসিস কিলিং (৭৩)। আর ছেলের নাম নাথানিয়েল কিলিং (৩৮)। তারা দুজন ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওই দুই যুবতীকে ধর্ষণ করেন।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার বেকলিতে অবস্থিত একটি চার্চের বেসমেন্টে ২৪ ঘণ্টায় তিনবার এক যুবতীকে ধর্ষণ করেছেন ফ্রাঁসিস। পরে দুই যুবতী মে মাসে পুলিশে অভিযোগ করেন। দুই মাসের মধ্যেই বাবা-ছেলেকে গ্রেফতার করা হয় ।
জানা গেছে, নির্যাতিত ওই দুই যুবতী তাদের আত্মীয়। তবে কেমন আত্মীয়, বা কি হন, তাদের নাম-পরিচয় কিছুই প্রকাশ করা হয়নি।
এক যুবতী অভিযোগ করেছেন, তিনি একটি হাসপাতালের বিছানায় ছিলেন। সেখানে সেই বিছানা শেয়ার করতে বাধ্য করতেন ফ্রাঁসিস। ওই সময় তাকে ধর্ষণ করেন।
গত ২৫ আগস্ট গ্রেফতার করা হয় ফ্রাঁসিসকে। তার বিরুদ্ধে যৌন নির্যাতন, যৌন সম্পর্ক স্থাপন ও যৌন হয়রানিসহ ৫২টি অভিযোগ গঠন করা হয়েছে।
আর ছেলে নাথানিয়েলকে গ্রেফতার করা হয় ২১ অক্টোবর। তার বিরুদ্ধে ২০টি অভিযোগ গঠন করা হয়েছে। সূত্র- ডেইলি মেইল, দ্য সান