শ্যামনগরের শ্রেষ্ঠ যুব সংগঠন সম্মাননা লাভ করলো সিডিও ইয়ুথ টিম
‘দক্ষ যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।শুক্রবার (১ লা নভেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নবযাত্রা প্রকল্পের সহযোগিতায় ও সুশীলনের বাস্তবায়নে যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত যুব দিবসে শ্যামনগরের শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন (সিডিও) ইয়ুথ টিমকে সম্মাননা প্রদান করেন শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।শ্যামনগর উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ যুব সংগঠন সিডিও ইয়ুথ টিম নেতৃবৃন্দের হাতে সম্মননা স্মারক তুলে দেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন, সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও যুব সংগঠনের নেতৃবৃন্দ।