লাইসেন্সবিহীন অস্ত্র রাখার অনুমতি রয়েছে কোডাভা সম্প্রদায়ের!
ভারতের একমাত্র সম্প্রদায় হিসেবে লাইসেন্সবিহীন অস্ত্র রাখার অনুমতি রয়েছে কোডাভা সম্প্রদায়ের। ব্রিটিশ আমল থেকে এই বিশেষ সুবিধা ভোগ করছেন দেশটির কর্ণাটক রাজ্যের কুর্গ অঞ্চলের যোদ্ধা সম্প্রদায়টি। বৃহস্পতিবার কোডাভা সম্প্রদায়ের লোকেদের এই লাইসেন্সবিহীন পিস্তল, রিভলবার, শট গান রাখার এই অধিকারটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আপাতত ২০২৯ সাল পর্যন্ত কোডাভাদের আগ্নেয়াস্ত্র বহনের ক্ষেত্রে দেয়া হবে বিশেষ ছাড়।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কোডাভারা ব্রিটিশ আমল থেকে এই ছাড় পেয়ে আসছেন। নয়াদিল্লী সরকার অস্ত্র আইনে যে নিয়ম আছে, তার থেকে ছাড় দিয়েছে এই সম্প্রদায়কে।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক মুখপাত্র জানান, কোডাভারা প্রায় এক শতাব্দী ধরে এই ছাড় পেয়ে আসছেন। কারণ, তাদের আগ্নেয়াস্ত্র-গুলি কখনোই অপরাধ, রাষ্ট্রবিরোধী, রাজ্যবিরোধী কার্যকলাপে ব্যবহৃত হয়নি। ভারতীয় সেনাবাহিনীতে যোদ্ধা সম্প্রদায়টির বিশেষ অবদান রয়েছে। ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা এবং জেনারেল কে এস থিমাইয়া ছিলেন কুর্গ সম্প্রদায়ের যারা ভারতীয় সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন।