দেবহাটায় নানা কর্মসূচীতে জাতীয় যুব দিবস পালিত
দেবহাটায় বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে ফিরে এসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপারভাইজার কুতুব উদ্দীন, সিএ নির্মল কান্তি মন্ডল, ফিরোজ শাহ আলম, সাতক্ষীরা উন্নয়ন সংস্থার শামীম হোসাইন, অনিক ফাউন্ডেশনের আবু সাঈদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল প্রমুখ। পরে উপজেলার ২৩ জন উদ্যোক্তার মাঝে ৯ লক্ষ ২০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।