দেবহাটায় জনসাধারণের সাথে পুলিশের মতবিনিময়
দেবহাটায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ সহ যাবতীয় অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন এলাকার জনসাধারণের সাথে পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় দেবহাটা থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে উপজেলার নাংলা বাজার ও হাদীপুর বাজারে জনসাধারণের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অপরাধ নির্মূলে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী। এসময় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মজিবর রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য আসমাতুল্যাহ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বকুল সহ স্ব স্ব এলাকার কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ ও সকল শ্রেণি পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: