কেশবপুরে জাতীয় যুব দিবস পালিত
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে জাতীয় যুব দিবস-২০১৯ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরণ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় স্থানীয় পাবলিক ময়দানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম।শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার সিকদার। এ সময় ২৯জন প্রশিক্ষিত যুবক-যুবতির মাঝে ১২ লাখ ৭৫ হাজার টাকার ঋনের চেক বিতরণ করা হয়।
Please follow and like us: