জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান
মাহফিজুল ইসলাম আককাজ:
দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার জে.এস.সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় মাদ্রাসার হলরুমে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র। এসময় তিনি বলেন, ‘সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফলের সুনাম আছে। সেই সুনাম ও ধারাবাহিকতা বজায় রাখবে। পিতা-মাতা ও শিক্ষকের দোয়া এবং ভাল পড়াশুনা তোমাদের পরীক্ষায় সাফল্য দেবে।’
সহকারী অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, প্রভাষক মনিরুল ইসলাম, আনারুল ইসলাম, মাওলানা নুর আহম্মদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা তৈয়্যেবুর রহমান, সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ, মাওলানা আব্দুল করিম, মোমিন আলী, মিজানুর রহমান, সাইফুল্লাহ, আমিনুর রহমান, মেহেরুন নাহার, সাজেদা খাতুন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র মাসুদ রানা, শেখ নাইম হাসান, রাজু আহমেদ। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার জে.এস.সি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া।