কলারোয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় ৫৪০০ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন
সাতক্ষীরার কলারোয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ২নভেম্বর কলারোয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবছর উপজেলায় জেএসসি’র ৪টি, জেডিসি’র ১টি কেন্দ্রে মোট ৫৪০০ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন বলে জানা গেছে।
এদের মধ্যে ২৩০৮জন ছাত্র ও ৩০৯২জন ছাত্রী রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়-জেএসসি পরীক্ষার ৪টি কেন্দ্র কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলে (কেন্দ্র কোড-২৫৭) পরীক্ষার্থী সংখ্যা ১৫৮২জন, কলারোয়া গার্লস হাইস্কুলের (কেন্দ্র-৪৪১) ভেন্যু বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে ১১৪৪ জন, সোনাবাড়ীয়া হাইস্কুল (কেন্দ্র কোড-৩৭২) ভেন্যু সোনার বাংলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ১১০৩ জন ও খোরদো এমএল মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র কোড-৪০৯) ভেন্যু খোরদো সালেহা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৫৫৩ জনসহ মোট ৪৩৮২জন পরীক্ষায় অংশ গ্রহন করবেন। অপরদিকে, জেডিসি পরীক্ষায় কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে ১০১৮ জন পরীক্ষায় অংশ গ্রহন করবেন।