সাতক্ষীরায় ময়লার ঝুড়ি স্থাপন কর্মসূচি উদ্বোধন করলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব
‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সাতক্ষীরা শহরে এক হাজার ময়লার ঝুড়ি স্থাপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা কালেক্টরেট গেটের সম্মুখে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, আসুন সকলে মিলে সাতক্ষীরাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলি। আজ যেসব ঝুড়ি স্থাপন করা হচ্ছে, দোকানদার ও ক্রেতারা ময়লা আবর্জনা বাইরে না ফেলে এই ঝুড়িতে ফেলবেন। সকলকে এ কাজে উদ্বুদ্ধ করবেন। সকলে মিলে চেষ্টা করলে জেলা প্রশাসনের এই কর্মসূচি অবশ্যই সফল হবে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন প্রমুখ।
এ সময় অতিথিবৃন্দ দোকানদারদের নিজের দোকানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানান।
Please follow and like us: