ফ্রান্সে মসজিদে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ২
ফ্রান্সের বাওয়ান শহরে এক মসজিদে আগুন লাগানোর চেষ্টা করেছেন এক বন্দুকধারী। এছাড়া সেসময় ওই বন্দুকধারীর গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছেন। খবর বিবিসি ও আল- জাজিরার।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ওই বন্দুকধারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
আল- জাজিরার খবরে বলা হয়েছে, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম ক্লড সিঙ্ক। হামলার পর তাকে তার বাড়ির কাছ থেকে আটক করা হয়। মসজিদে আগুন লাগানোর চেষ্টা ছাড়াও ওই হামলাকারী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।
এখন পর্যন্ত হামলাকারীর হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি বলে দেশটির নিরাপত্তা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে।
এ ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এক টুইট বার্তায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য এবং আমাদের মুসলিম দেশবাসীদের সুরক্ষার জন্য সবকিছু করা হবে।