কালিগঞ্জে বাল্য বিবাহ রোধেনবযাত্রা প্রকল্পের নাটক অনুষ্ঠিত
কালিগঞ্জে কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গতকাল বিকাল ৩ টায় বাল্য বিবাহ রোধে নবযাত্রা প্রকল্পের নাটক অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের আয়োজনে ও নবযাত্রা প্রকল্পের বাস্তবায়নে ইউএসএ আইডি‘র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমে ‘‘আঠারো বছরের আগে বিয় নয়’’ এ উপলক্ষে গনসচেতনতা তৈরিতে কমিউনিটি থিয়েটার বাল্য বিবাহ রোধে প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবযাত্রার কুশুলিয়া ইউনিয়ন জেন্ডার অর্গানাইজার রুমানা জেসমিন এর সঞ্চালনায় ও ইউপি সদস্য আঃ হাকিম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন কুশুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ এবাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের হাবিবুর রহমান মিলন, নলতা ইউনিয়ন অর্গানাইজার মাফুজুর রহমান, টেকনিকাল অফিসার ডালিম খান প্রমুখ। আলোচনা শেষে বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি এর উপর একটি নাটক মঞ্চস্থ করেন নবযাত্রা প্রকল্পের নাটক কমিটি।