আশাশুনির স্ত্রী ও শিশু কন্যাকে এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামী শাহজাহান গ্রেপ্তার
সাতক্ষীরার আশাশুনির চাপড়া গ্রামে স্ত্রী ও শিশু কন্যাকে এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামী শাহজাহান মোড়লকে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে গ্রেপ্তারের পরে দুপুরে তাকে সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানান, চলতি মাসের ২১ তারিখ রাতে আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে সাবেক স্ত্রী ফাতেমা খাতুন ও শিশু কন্যা জাকিয়াকে এসিড নিক্ষেপে ঝলসে দেয় তালাকপ্রাপ্ত স্বামী নড়াইলের শাহাজাহান মোড়ল। এতে গুরুতর দগ্ধ ফাতেমা ও শিশু জাকিয়াকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিআরপি হাসপাতালে প্রেরণ করা হয়।
এঘটনায় ফাতেমার বাবা ইকারামুল কাদির আশাশুনি থানায় শাহাজাহান মোড়ল ও তার মা সুফিয়া খাতুনকে আসামী করে মামলা করেন। ওই মামলায় শাহাজাহানের সহযোগি ইসহাক মিয়াকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই আত্মগোপনে থাকা এসিড সন্ত্রাসী শাহাজাহান মোড়লকে রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ সুপার।
Please follow and like us: