বুধহাটায় প্রকল্প কার্যক্রম অগ্রগতি বিষয়ক সভা অনুষ্ঠিত

আশাশুনি উপজেলার বুধহাটায় হাইসাওয়া প্রকল্প কার্যক্রম (মধ্যবর্তীকালীন) অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বুধহাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ, জন প্রতিনিধি, নারী ও শিশু এবং ওয়াটসান বিষয়ক স্থায়ী কমিটি এবং ইউপি প্রকল্পকর্মীদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক। প্রকল্পের অধীন বিগত সময়ে বাস্তবায়িত কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন, ইউনিয়নে দায়িত্বরত এলমা খাতুন। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমুহের ক্ষমতায়ন ও বিকেন্দ্রীকরণের মাধ্যমে বাংলাদেশের দুর্গম এলাকায় হাইজিন, স্যানিটেশন ও পানি সরবরাহ সেবা প্রদান (২য় পর্যায়) এ বাস্তবায়িত কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা করেন, ইউপি সচিব প্রভাস কুমার মন্ডল, প্রকল্প কর্মকর্তা নুসরাত আফসানা, ইউপি সদস্য আলহাজ¦ শফিউল আলম, রেজওয়ান আলি, শীষ মোহাম্মদ জেরী, মতিয়ার রহমান, লিয়াকত আলি, রবিউল ইসলাম, আলতাফ হোসেন, মহিলা মেম্বার বিউটি খানম, রাফেজা খানম ও আম্বিয়া খাতুন সভায় আলোচনা রাখেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)