রোটার্যাক্ট ক্লাবের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন
রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে শহরের দ্যা পোল স্টার এন্ড পৌর হাইস্কুলে হাত ধোয়ার গুরুত্ব ও যথাযথ পদ্ধতি তুলে ধরে আলোচনা এবং তার বাস্তবায়ন করা হয়। রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অনামী কৃষ্ণ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রধান শিক্ষক মিতুন নাহার, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন রোটার্যাক্টর জি এম আবুল হোসেন, মাসুদ পারভেজ, একেএম মাহবুবুল ইসলাম, রাকিব হোসেন, আল আমিনুর রহমান সহ অত্র স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
Please follow and like us: