আবারও ছুটিতে যাবেন তামিম
গত এক দশক ধরেই বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনি। বিশ্বকাপের আগের বছর চারেক ছিলেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফর খারাপ যাওয়ার পর নিজেই ক্লান্তির কারণে ক্রিকেট থেকে ছুটি নিয়েছিলেন। তারপর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি। এর মধ্যেই আবার ছুটিতে যেতে হতে পারে তামিম ইকবালকে।
সূত্রগুলো জানাচ্ছে যে, তামিম খুব দ্রুতই তার স্ত্রীর শারীরিক অবস্থার পরীক্ষার রিপোর্টগুলো হাতে পেয়ে যাবেন। এই রিপোর্ট পেলে তার চিকিৎসকরা জানাতে পারবেন যে, কবে নাগাদ তার স্ত্রীর পাশে থাকতে হবে। এটা জানা গেছে যে, প্রয়োজন হলে তামিম ভারত সফরের প্রথম অংশ, মানে টি-টোয়েন্টি সিরিজ মিস করতে পারেন। সেক্ষেত্রে ঐ সময়টা তিনি স্ত্রীর সঙ্গে ব্যাংকক থাকবেন। না হলে শুরু থেকেই ভারত সফরে পাওয়া যাবে তামিমকে।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অবশ্য এখনই বিকল্প ভেবে রেখেছে। ইমরুল কায়েসকে প্রস্তুত রাখা হচ্ছে ভারত সফরের জন্য। তাকে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে যোগ না দেওয়ার জন্য বলা হয়েছে। অবশ্য বিসিবি এখনই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছে না। বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা এখনো তাকে ছুটি দেওয়া বা না দেওয়া নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। আমাদের কিছুটা সময় দিন। এখনো তো সময় আছে।’
প্রায় একই কথা গতকাল সাংবাদিকদের বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেছেন, ‘এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে কোনো পরিবর্তন বা ফরমাল সিদ্ধান্ত হয় তখনই আমরা বলতে পারব। এর আগে কিছু বলা সম্ভব না। যেহেতু সিদ্ধান্ত হয় নাই, তাই এই বিষয়ে বাড়তি কিছু বলা ঠিক হবে না।’
বিশ্বকাপে তামিম একদমই ভালো করতে পারেননি। ৮ ইনিংসে তিনি ২৯.৩৭ গড়ে ২৩৫ রান করেছিলেন; একটা মাত্র ফিফটি ছিল তার। এরপর শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দল গিয়েছিল তার অধিনায়কত্বে। সেখানে দল হোয়াইট ওয়াশ হয়েছিল। পাশাপাশি তামিম মোট ২১ রান করতে পেরেছিলেন। এর মধ্যে টানা ৬ ইনিংসে বোল্ড হওয়ার ঘটনা ঘটেছিল এই ওপেনারের।
বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ এই খেলোয়াড় এরপর স্বেচ্ছায় ক্রিকেট থেকে বিশ্রামে যান। তিনি আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের সিরিজ ও জিম্বাবুয়ে-আফগানিস্তানকে নিয়ে ওয়ানডে সিরিজে অংশ নেননি। পরে দেশে ফেরার পর তিনি জাতীয় লিগের প্রথম দুই রাউন্ড খেলে ক্রিকেটে ফেরেন।