মানবপাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র: রবার্ট মিলার
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার জানান, মানবপাচার রোধে বাংলাদেশের সঙ্গে কাজ করা এবং পাচারের কবল থেকে রক্ষা পাওয়া ব্যক্তিদের জন্য কীভাবে সেবা বাড়ানো ও সহজলভ্য করা যায় সেটাই এখন যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ অগ্রাধিকারের বিষয়। বুধবার সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ কথা জানান।
রাতারগুল বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত। ছবি: প্রেস বিজ্ঞপ্তি
মার্কিন রাষ্ট্রদূত বলেন, শেভরনের মতো আমেরিকান কোম্পানিগুলো কেবল যে বাংলাদেশের জ্বালানি খাতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা নয়, এ দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে একটি বড় নিয়োগকারী হিসেবেও ভূমিকা রাখে।
রাষ্ট্রদূত মিলার সিলেট শিল্প ও বণিক সমিতির নৈশভোজে অংশ নেন। নৈশভোজকালে তিনি এসসিসিআই-এর পরিচালনা পর্ষদ এবং সিলেটের বিশিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় অংশ নেন।
সিলেটে অবস্থানকালে রাষ্ট্রদূত মিলার রাতারগুল বিশেষ জীববৈচিত্র সংরক্ষণ এলাকা ঘুরে দেখেন। যুক্তরাষ্ট্রের অনুদান প্রাকৃতিক দুর্যোগে সাড়া দেওয়া ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কীভাবে সমর্থ বৃদ্ধি করেছে সেটা পর্যবেক্ষণ করতে তিনি সেখানে যান।
মিলার শেভরনের বিবিয়ানা গ্যাস প্লান্ট পরিদর্শন করেন।