বাংলাদেশের বিপক্ষে সেই একই ভারতীয় টেস্ট দল
তিন ম্যাচ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করা দল প্রায় অপরিবর্তিত রেখে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারত। ওই সিরিজের শেষ টেস্টে অভিষিক্ত বাঁ-হাতি স্পিনার শাহবাজ নাদিমের জায়গা হয়নি ১৫ সদস্যের দলে। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবাই আছেন বাংলাদেশ সিরিজের দলে। টি ২০ সিরিজ থেকে বিশ্রাম নিলেও টেস্টে যথারীতি ভারতকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হোম সিরিজে টানা ১১ টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বিরাট কোহলির দল। আগামী ১৪ নভেম্বর ইন্দোরে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কলকাতায় দ্বিতীয় টেস্ট শুরু ২২ নভেম্বর।
ভারত টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, আজিংকা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (কিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্ত (কিপার)।
টি ২০ সিরিজে নেই কোহলি
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজে অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দিয়েছে ভারত। দলে নতুন মুখ অলরাউন্ডার শিবাম দুবে। কোহলির অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এই সিরিজেও নেই অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান এমএস ধোনি। বিশ্বকাপের পর থেকে কোনো ম্যাচ খেলেননি তিনি। দলে ফিরেছেন ভারতের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলা কিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। ২০১৫ সালে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন একমাত্র টি ২০ ম্যাচ।
অস্ত্রোপচারের পর সেরে না ওঠায় দলে নেই পেসার জাসপ্রিত বুমরাহ ও পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। হার্দিকের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছেন ২৬ বছর বয়সী দুবে। ৩, ৭ ও ১০ নভেম্বর তিনটি টি ২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ভারত টি ২০ দল
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, ঋষভ পন্ত (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিবাম দুবে ও শার্দুল ঠাকুর।