ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একটি শিশু মারা যাচ্ছে: জাতিসংঘ
সৌদি ২০১৫ সাল থেকে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন চালাচ্ছে। এর শিকার হয়ে প্রতি ১২ মিনিটে ইয়েমেনের একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বুধবার নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কার্যক্রম বা ইউএনডিপি’র পরিচালক আখিম স্টেইনার এ তথ্য জানান।
ইউএনডিপি’র পরিচালক তার বক্তৃতায় আরো বলেন, খাদ্য, সুপেয় পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এসব শিশু প্রাণ হারাচ্ছে।
এর আগে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক সম্প্রতি বলেছেন, ইয়েমেন বর্তমান মানব ইতিহাসের ভয়াবহত মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতসহ আরো কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় চালানো আগ্রাসনে ইয়েমেনে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছে।
Please follow and like us: