কালিগঞ্জে স্কুলের মাঠ দখল করে চাষাবাদ করছে প্রধান শিক্ষক
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়ীয়া ইউনিয়নের গনেশপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে চাষাবাদ করছেন প্রধান শিক্ষক শ্রী শান্তি কুমার। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, ছাত্র-ছাত্রীদের খেলার জায়গা বন্ধ করে স্কুলের প্রধান শিক্ষক ডাল চাষ করছেন স্কুলের মাঠে। ফলে চাষাবাদ করায় শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। পাশাপাশি বন্ধ হয়ে গেছে নিয়মিত সমাবেশ, খেলাধুলা ও শরীরচর্চা।
প্রধান শিক্ষক শান্তি কুমার নিজের লাভের জন্য স্কুলের ১ বিঘা জমিতে চাষাবাদ করায় এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় কয়েকজন বলেন বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। ওই স্কুলের জমিদান করে স্কুল প্রতিষ্ঠা করেন প্রধান শিক্ষক শান্তি কুমার।
স্কুলে জমি দান করায় তিনি সেখান থেকে প্রধান শিক্ষকের দায়িক্ত পালন করে আসছেন। স্কুলে জমি দান করে যদি প্রধান শিক্ষকের দায়িক্ত পালন করতে পারেন তাহলে স্কুলে ছাত্র-ছাত্রীদের খেলার মাঠে চাষাবাদ করতে কেন পারবেননা? এমনই প্রশ্ন করেন তারা। স্কুলে ১৪২ জন ছাত্র-ছাত্রীদের খেলার জন্য ওই মাঠ ছাড়া আর কোন জায়গা নেই। তারপরও মাঠটি দখল করে চাষাবাদ করছে প্রধান শিক্ষক।
স্কুলের মাঠ দখল করে চাষাবাদের বিষয় জানতে চাইলে,প্রধান শিক্ষক শ্রী শান্তি কুমার বলেন,স্কুলের মাঠে আম গাছ ও মেহগনি গাছ লাগানো আছে। কিন্তু স্থানীয়দের ছাগল এসে গাছ গুলি নষ্ট করছে। আম গাছ ও মেহগনি গাছ বাঁচাতে তিনি ডাল চাষ করছেন স্কুলের মাঠে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন স্কুলের মাঠে কোন প্রকার চাষাবাদ করার নিয়ম নেই তারপরও চাষাবাদ করছেন বলে তিনি স্বীকার করেন। এছাড়া প্রতিষ্ঠা কাল থেকে ওই স্কুলের প্রধান শিক্ষকের দায়িক্ত পালন করছেন বলে জানান।
এ বিষয়ে গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম বলেন, স্থানীয় বখাটে ছেলেরা স্কুলের ওই মাঠে খেলাধুলা করে। স্কুলের মাঠে যে গাছ লাগানো আছে তার ব্যাপক ক্ষতিসাধন করে এলাকার ওই বখাটেরা। এজন্য স্কুলের প্রধান শিক্ষক ওই মাঠে চাষাবাদ করেছে। তবে আর কখনও স্কুলের মাঠে চাষাবাদ হবেনা বলে তিনি জানান।
স্কুলে চাষাবাদের বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল হক বলেন , আমি ওই স্কুলে যেয়ে দেখি চাষাবাদ করা হয়েছে। এরপর আমি প্রধান শিক্ষককে বলে দিয়েছি ডাল চাষ শেষ হলে আর যেন কোন চাষাবাদ না করে। স্কুলের মাঠে চাষাবাদের নিয়ম আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন সবজি চাষের নিয়ম আছে। তাছাড়া তাদের স্কুলে কি কারণে চাষাবাদ করেছে সে কারণ তো আমি বলতে পারবনা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন পেঁচালে তো অনেক কিছু না ধরলে তো কিছুই না।