কলারোয়ায় হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান সংগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গোৎসবোত্তর পুনঃমিলনী ও প্রতিবাদ সমাবেশ
ধর্ম যার যার রাষ্ট্র সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান সংগ্রাম ঐক্য পরিষদের উদ্যোগে শারদীয় দূর্গোৎসবোত্তর পুনঃমিলনী ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের এ প্রতিবাদ সমাবেশর আয়োজন করা হয়। অবৈধ, অগণতান্ত্রিক ও সংবিধান বহিভুতঃ ভাবে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কলারোয়া উপজেলা শাখার কমিটি গঠন করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলা হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান সংগ্রাম ঐক্য পরিষদের ব্যানারে।
উপজেলা জয়মহাপ্রভু সেবক সংর্ঘের সভাপতি বাবু গোষ্ঠ চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-চন্ডি চরণ পাল, ডেবিড বিশ্বাস,বাবু গোবিন্দ মন্ডল, সুকুমার দাস, দুলাল চন্দ্র চৌধুরী, মাখন মন্ডল, অসিত ঘোষ, অসিম দাস, সুনীল দাস, বাবু সু প্রসাদ, নরেন্দ্র নাথ ঘোষ, লক্ষণ বিশ্বাস, মাস্টার প্রদীপ পাল, প্রকাশ হালদার, জীবন ঘোষ, প্রশান্ত পাল, শংকর পাল, ময়না পাল, হরি পাল, উদয় রায়, অসীম দাস, সুনীল দাস, ভক্ত দাস, নিমাই দাস, বাবু দাস, সুফাল দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-উপজেলা জয়মহাপ্রভু সেবক সংর্ঘের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ। পরে কলারোয়া পৌর সদরে ওক্ত কমিটির প্রতিবাদের একটি র্যালী বের করা হয়।