আইনজীবীর সহকারী হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড
ঢাকা জজ কোর্টের এক আইনজীবীর সহকারী মোবারক হোসেন ভূঁইয়াকে হত্যা মামলায় ১২ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে ঢাকা-৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. মাহবুবুর রহমান ভূঁইয়া ওরফে মাহাবুব, মো. মোজাম্মেল হক ওরফে বাদল ভূঁইয়া, আফজাল ভুঁইয়া, ইমদাদুল হক ওরফে সিকরিত ভূঁইয়া, নয়ন ভূঁইয়া, ধোলন ভূঁইয়া ওরফে ধুলো, রুহুল আমিন, চিকন মিয়া, সুলতানা আক্তার, দেলোয়ার হোসেন দীলিপ, বিধান সন্ন্যাসী ও নিলুফা আক্তার।
এছাড়া পলাতক অন্য দুই আসামি তাসলিমা আক্তার ও শামীম ওরফে ফয়সাল বিন রুহুলকে এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
গত ১৭ অক্টোবর এ মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার এ দিন ঠিক করে আদালত।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে গোথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে আসামিরা মোবারক হোসেনের পেটে বল্লম দিয়ে আঘাত করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই অ্যাডভোকেট মো. মোজ্জামেল হক ভূঁইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গোথালিয়া ভূঁইয়াবাড়ীর মৃত ইশাদ ভূঁইয়ার ছেলে মোবারক হোসেন ভূঁইয়া (৪৫)। ঢাকা আইনজীবী সহকারী সমিতির সদস্য এবং তিনি মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সদস্য ছিলেন।