শ্যামনগরে ৪দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করলেন এমপি জগলুল হায়দার
মাননীয় প্রধাান মন্ত্রী ঘোষিত শ্যামনগর পৌরসভা বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে শ্যামনগর ফুটবল একাডেমীর আয়োজনে নকিপুর সরকারী এই নকিপুর এইচ সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৪দলীয় ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি সাতক্ষীরা ৪আসনের এমপি এস এম জগলুল হায়দার আজ বিকাল সাড়ে ৩টায় এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।
এসময় সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা সদর ইউপি চেয়ারম্যান সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এর পিপি এ্যাড. জহুরুল হায়দার বাবু, উপজেলা প্রেসক্লাব সভাপতি জি, এম, আকবর কবীর, নওয়াবেঁকী কলেজের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদী লিটন, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ প্রশাসনের প্রতিনিধি ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
শ্যামনগর এর ইতিহাসে সর্বাধিক জাক জমক পূর্ণ আয়োজনে দর্শকের উপস্থিতি ছিল উপচে পড়া। উদ্বোধনী দিনে শিশুদের ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রীড়ামোদী দর্শকদের বাড়তী আনন্দ দেয়। উদ্বোধনী খেলায় শ্যামনগর রোকন বুক ডিপো ফুটবল একাদশ কালিগঞ্জ কুশুলিয়া কচমচ ক্লাবকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে। প্রতিদ্বন্দিতাপূর্ণ খেলাটি নির্দিষ্ট সময় গোলশুণ্য ভাবে শেষ হওয়ায় টাইব্রেকারে ফলাফল নিশ্চিত হয়।
প্রতিটি দলে বাধ্যতামূলক ৪জন করে বিদেশী খেলোয়াড় এর স্থান থাকায় উভয় দলে ১০জন আফ্রিকান খেলেয়াড় অংশ নেওয়ায় খেলাটি ক্রীড়ামোদী দর্শকদের মুগ্ধ করে। প্রতিদ্বন্দিতা পূর্ণ খেলাটি পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা রেফারী সমিতির সদস্য জাহাঙ্গীর কবীর। সহকারী ছিলেন মিজান ও মজনু এলাহী। চতুর্থ রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল হামিদ। ধারা বিবরনীতে ছিলেন মিলন ও নব কুমার।