খাজরায় ইপিআরসির উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
আশাশুনির খাজরায় ইপিআরসির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার (২০শে অক্টোবর সকাল ১১টায় “সকলের জন্য উন্নত স্যানিটেশন,নিশ্চিত হোক সুন্দর জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিসেফের অর্থায়নে আর্সেনিক সেইফ ইউনিয়ন প্রকল্পের(ইপিআরসি) উদ্যোগে ১৪৪ নং পশ্চিম খাজরা ও দূর্গাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
ইপিআরসির আশাশুনির এরিয়া কো-অর্ডিনেটর সালেহ মাহমুদের নেতৃত্বে র্যালীটি খাজরা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল চত্তরে এসে শেষ হয়।পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও হাত ধোয়ার নিয়ম শেখানো হয়।ইউপি সদস্য জালাল মোড়লের সভাপতিত্বে ইপিআরসির আশাশুনি কর্মকর্তা খন্দকার রায়হান উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও হাত ধোয়ার উপর আলোচনা করেন প্রধান শিক্ষক নুরুল আমিন,তাপস কুমার,ইপিআরসির ট্রেনিং অফিসার সুমন হাসান,আরিফুর রহমান,মাসুদুর রহমান,রশিদ সরদার,রবীন সরকার,সুবর্না চক্রবর্তী,প্রভাস কুমার প্রমুখ।
প্রধান অতিথি ইপিআরসির এরিয়া কো-অর্ডিনেটর সালেহ মাহমুদ জানান জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবসে ইপিআরসি পক্ষ থেকে স্কুলের ছাত্র/ছাত্রীদের আমরা স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার ও খাবার আগে ও পরে কিভাবে হাত ধোয়া প্রয়োজন সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করছি।