আধ্যাত্মিক গুরুর’ আখড়া থেকে ৪৪ কোটি রুপি ও ৮৮ কেজি স্বর্ণ উদ্ধার
ভারতীয় আধ্যাত্মিক গুরু ‘কল্কি ভগবানের’ বাগানবাড়ি ও ট্রাস্টে অভিযান চালিয়ে নগদ ৪৪ কোটি রুপি ও ৮৮ কেজি সোনা উদ্ধার করেছে দেশটির আয়কর বিভাগ। এ ছাড়া অভিযানে ১৮ কোটি রুপি সমমূল্যের মার্কিন ডলারও জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত সম্পদের আর্থিক মূল্য প্রায় ৯৩ কোটি রুপি বলে জানিয়েছে আয়কর বিভাগ।
ওই আধ্যাত্মিক গুরুর চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু ও অন্ধ্র প্রদেশের ডেরায় অভিযান চালায় আয়কর বিভাগের দল। এ সময় তার জ্ঞাত আয়বহির্ভূত ৫০০ কোটির বেশি রুপিরও সন্ধান পাওয়া গেছে। চীন, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে তার কোম্পানি আছে বলেও জানা গেছে।
৭০ বছর বয়সী বিজয় কুমার ৯০-এর দশকে নিজেকে ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কি বলে দাবি করেন এবং তখন থেকেই কল্কি ভগবান নামে পরিচিত তিনি। এর আগে তিনি লাইফ ইনশিওরেন্স কর্পোরেশনের এক কেরানি ছিলেন।
Please follow and like us: