সাতক্ষীরা পৌর যুবলীগের বহিষ্কৃত সভাপতি তুহিন মানব পাচার মামলায় আটক
সাতক্ষীরা পৌর যুবলীগের বহিষ্কৃত সভাপতি ও জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিন কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সাতক্ষীরা সদর থানায় মানব পাচার মামলা আসামী।
শুক্রবার(১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাইপাস সড়ক এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)একটি দল।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, তুহিন শহরের সংগ্রাম টাওয়ার ভাড়া নিয়ে জেন্স পাল্লারের নামে মিনি পতিতালয় গড়ে তুলেছিল।
গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। অভিযানের সময় হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাসী চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এর প্রেক্ষিতে মানব পাচার আইনে পুলিশের দায়েরকৃত মামলার আসামী পৌর যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত হয় জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিন। এর পর থেকে সে পলাতক ছিলো।
আটককৃত ৮ আসামীসহ তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে মানব পাচার আইনে মামলা করেন।