শ্যামনগরে স্কুল শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ এর উপর চিত্রাংক প্রতিযোগিতা অনুষ্ঠিত
“নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এ প্রতিপাদ্যের আলোকে বিশ্ব খাদ্য কর্মসূচীর আর্থিক সহযোগিতায় এবং শ্যামনগর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনায় শ্যামনগর উপজেলার ১৬নং কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগ এর উপর চিত্রাংক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ অক্টোবর সকাল ১০টায় শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এ চিত্রাংক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় ইউপি সচিব আমিনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান, ইউপি সদস্য মাসুদুর রহমান, আইয়ুব আলী খান, শেখ আসলাম হোসেন, আব্দুর রশিদ মনিরুল ইসলাম এবং সুশীলনের নবযাত্রা প্রকল্পের কর্মী আব্দুস সাত্তার প্রমুখ। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Please follow and like us: