অসুস্থ অমিতাভ বচ্চন;তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে
লিভারের সমস্যায় ভুগছেন অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। প্রথমে বলা হয়েছিল রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছেন তিনি। কিন্তু পরে জানা যায়, লিভারের সমস্যা গুরুতর হওয়ায় তাকে মঙ্গলবার থেকেই হাসপাতালে ভর্তি করানো হয়।
হাসপাতালের একটি আলাদা রুমে রয়েছেন বলিউডের শাহেনশা। তার পরিবারের সদস্য ছাড়া আর কারো সেখানে যাওয়ার অনুমতি নেই বলেও ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রকাশিত করেছে।
তবে অনেকেই বলছেন অমিতাভের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ভূয়া। রুটিন চেকআপের জন্যই হাসপাতালে গিয়েছিলেন তিনি। খবরটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় বিগ বি ভক্তরাও আতঙ্কে রয়েছেন।
অনেকেই হয়তো জানেন, হেপাটাইটিস বি হওয়ার পর থেকে অমিতাভের লিভারের ৭৫ শতাংশই আর কাজ করে না। ১৯৮২ সালের দুর্ঘটনার পর থেকেই এই রোগ দানা বেঁধেছিল তার শরীরে।
তবে অত্যন্ত সংযমী জীবনযাত্রা ও ব্যালেন্সড ডায়েটের জেরেই এত বছর ধরে বলিউডে চুটিয়ে কাজ করে যাচ্ছেন ৭৭ বছরের অমিতাভ।