সাতক্ষীরায় খামারীদের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা
সাতক্ষীরায় খামারীদের সাথে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের অদূরে বাঁকালে ডিসি ইকোপার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: রইস-উল-আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, উপ-পরিচালক (চিংড়ি) শামীম হায়দার, খুলনা বিভাগীয় উপ-পরিচালক রনজিৎ কুমার পাল, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান। মতবিনিময় সভায় এ সময় বিপুল সংখ্যক মৎস্য ও দুগ্ধ খামারীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ছোট ছোট খামারীদের সমবায় ভিত্তিতে মৎস্য ও পশুখামার করার পরামর্শ দেন। এছাড়া উৎপাদন খরচ কমাতে খামারীদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন বক্তারা।
এর আগে প্রতিমন্ত্রী বাঁকালে শেখ আরিফুল হকের মালিকানাধীন উন্নত সনাতন চিংড়ি খামার পরিদর্শন করেন।