কেশবপুরে খাদ্য সংগ্রহ করতে যেয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল বিরল প্রজাতির কালোমুখও ২ হনুমানের
কেশবপুরে ক্ষুধার তাড়নায় খাদ্য সংগ্রহ করতে যেয়ে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল বিরল প্রজাতির কালোমুখও ২ হনুমানের। বৃহস্পতিবার সকালে একদল হনুমান শহরের সাহাপাড়ায় এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে খাদ্য সংগ্রহ করছিল। এ সময় অসাবধানতা বশতঃ ২ হনুমান বিদ্যুতের তারে জড়িয়ে ঝুলতে থাকে।
এক পর্যায়ে তার থেকে মাটিতে পড়ে গেলে এলাকাবাসী ওই ২ হনুমানকে দ্রুত ভ্যানে করে প্রাণী সম্পদ অফিসে নিয়ে যান।এব্যাপারে উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার অলোকেশ কুমার সরকার জানান, এলাকাবাসী বিদ্যুতে দগ্ধ ২টি হনুমানকে প্রাণী সম্পদ কার্যালয়ে আনার আগেই তাদের মৃত্যু হয়। এখানে ২ হনুমানের ময়নাতদন্ত শেষে উপজেলা বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, চলতি বছর বিদ্যুৎপৃষ্টে ৬টি হনুমানের মৃত্যু হয়েছে।
বিদ্যুতের খোলা তারের কারণে হনুমানরা ঝুঁকির মদ্য দিয়ে খাদ্য সংগ্রহ করে থাকে।অপরদিকে উপজেলা বন বিভাগ কর্মকর্তা আব্দুল মোনায়েম হোসেন বলেন, প্রাণী সম্পদ কার্যালয় থেকে ২ হনুমানের মৃত্যুর খবর জানানোর পর সেখান থেকে এনে হনুমান ২টিকে মাটি চাপা দেয়া হয়েছে।