আশাশুনিতে পরিবার কল্যাণ সহকারী সমিতির প্রতিবাদ কর্মসূচি
বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি আশাশুনি উপজেলা শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে প্রতিবাদ কর্মসূচি মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে আশাশুনি প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেণি প্রথা উঠিয়ে দেওয়া সত্ত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর’১৯ তারিখে এক পত্রে জন সংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চালিকাশক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেণি চিহ্নিত করেছে।
নিয়োগ বিধি অনুযায়ী তারা ৩য় শ্রেণির চাকুরীতে ঢুকেছেন। অথচ ২০১৫ সালে গ্রেডিং সিস্টেমে ১৭ তম গ্রেড দিয়ে তাদেরকে পূর্বের ৪র্থ শ্রেণিতে রাখা হয়েছে। অবিলম্বে নিয়োগ বিধি অনুযায়ী তাদেরকে ১১ থেকে ১৬ তম গ্রেডে উন্নীত করা ও ৩য় শ্রেণির মর্যাদাবানের দাবী জানিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আশাশুনিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসের সামনে ও স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
এসময় পরিবার কল্যাণ সহকারী বৃন্দ ও সমিতির সভাপতি রীমা, সাধারণ সম্পাদক আমেনা খানম, নাছিমা খাতুন (২), নাছিমা খাতুন (১), দীপ্তিরানী রায়, রতœা রানী রায়, সুরমা খানম, জেলেখা পারভিন, মেহেরুন্নেছা, তহমিনা খাতুন, গৌরি মন্ডল, কবিতা মন্ডল, শান্তিরানী, হাফিজা খানম, রেনুকা মন্ডল, বিউটি পারভিন, সঞ্জু রায়, কাশপিয়া, রহিমা, মঞ্জুয়ারা, শারমিন, নার্গিস, অঞ্জনা, নাজমা, সুপ্রিয়া, মুরশিদা, রিতা, রাবেয়া প্রমুখ উপস্থিত ছিলেন।