আমেরিকাতে উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে এনইউবিটির যৌথ উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়।
মার্কিন দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স ও আমেরিকান সেন্টারের এডুকেশন ইউএসএ পরিচালক, ইসাবেলি জেসোলডোস ও মুহাম্মাদ সোহেল ইকবাল। আজ সকালে এনইউবিটির উপ-উপাচার্য প্রফেসর ড.জাহিদ হোসেনের সাথে মত বিনিময় করেন।
এ সময় তারা দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আমেরিকাতে উচ্চ শিক্ষা অর্জনের ব্যাপারে সকল সুযোগ সুবিধা সহ আমেরিকাতে উচ্চশিক্ষা গ্রহণের নানা বিষয়ে আলোচনা করেন। আমেরিকান সেন্টারের এডুকেশন ইউএসএ পরিচালক মুহাম্মাদ সোহেল ইকবাল এদেশে উচ্চ শিক্ষা ও গবেষণা তুলে ধরেন, তিনি বলেন ঢাকায় ২টি চট্টগ্রামে ১টি এবং খুলনাতে ১টি আমেরিকান কর্নার রয়েছে।
সেখান থেকে শিক্ষার্থী, শিক্ষক গবেষক সহ যে কেউ উচ্চশিক্ষা ও গবেষণা সম্পর্কে তথ্য সংগ্রহ ছাড়াও বিভিন্ন বিষয়ে অবহিত হতে পারেন। এই সকল মহতি কার্যক্রমকে স্বাগত জানান এনউবিটির উপ-উপাচার্য প্রফেসর ড.জাহিদ হোসেন তিনি আশা প্রকাশ করেন উচ্চশিক্ষা বিস্তারে আগামী দিনে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড.মোঃ শাহ আলম, আমেরিকান কর্নার খুলনার কো-অডিনেটর ফারজানা রহমান সহ প্রমুখ।